বিনোদন ডেস্ক
তারকাদের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসেন তারা। কিন্তু এবার হল তার ব্যতিক্রমও হয়। এক ভক্তের জন্মদিনে টুইট করলেন বলিউড তারকা সোনম কাপুর। তবে সে ভক্ত ভারতীয় নন, বরং বাংলাদেশি।
গতকাল ছিল সে তরুণী সাবরিনা ইলার জন্মদিন। নিজেই ভেরিফায়েড টুইটার প্রোফাইল থেকে তাকে শুভেচ্ছা জানান সোনম কাপুর। লেখেন, ‘শুভ জন্মদিন সাবরিনা ইলা। দিনটি তোমার সেরা হোক।’
জানা যায়, ইলা ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টুইটার ও ইনস্টাগ্রামে ‘সোনম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন। সেই সূত্রেই সোনমের সঙ্গে তার যোগাযোগ ও সখ্য।
প্রিয় অভিনেত্রীর শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত এই তরুণী। ইলা টুইটারে লিখেছেন, ‘আমি কতটা খুশি হয়েছি তা তুমি জানো না। সত্যিই আমি সবচেয়ে সৌভাগ্যবান! আমি তোমাকে ভালোবাসি।’
উল্লেখ্য, সোনম এখন ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে। তার নতুন ছবির নাম ‘ব্লাইন্ড’। সেখানে অন্ধের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। এটির জন্য ভাষা ও অঙ্গভঙ্গি রপ্ত করেছেন এই তারকা। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।






















