বিনোদন ডেস্ক ।।
রানাঘাট রেল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন রানু মণ্ডল। সেই তিনিই এখন ভারতের সবচেয়ে আলোচিত নারী। সবচেয়ে জনপ্রিয়ও বলা চলে। একটি ভিডিওর বদৌলতেই বদলে গেল তার পুরো জীবনটাই।
বলছি রানু মণ্ডলের কথা। রানুর গান শুনে মুগ্ধ কোটি কোটি মানুষ। রানাঘাট থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে।
হিমেশের সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। সেই গানের শিরোনাম ‘তেরি মেরি কাহানি’। এরই মধ্যে গানটির দু'টি লাইনও ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতে।
রানুর সাক্ষাৎকার নিতে এখন বড় বড় গণমাধ্যম বসে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। অপরদিকে, রানুও নিজের মতো করে বলে যাচ্ছেন তার জীবনের কাহিনি। সম্প্রতি নবভারত টাইমসকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে রানু মণ্ডল জানালেন অদ্ভুত এক তথ্য।
সেখানে তিনি জানান, এর আগে বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন রানু। ফিরোজ খান ও তার ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভালের কাজ করতেন। তাদের ঘর পরিষ্কার থেকে শুরু করে তাদের সময়মতো খাবার দেওয়া, রান্না করা, সব কাজই করতে রানু মণ্ডল, যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকেই।
এদিকে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, রানু মণ্ডলের গান শুনে তাকে মুম্বাইয়ে ৫৫ লাখ টাকার একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সালমান খান। পাশাপাশি সালমান নাকি রানুকে ‘দাবাং থ্রি’ ছবিতে গান করার জন্যও প্রস্তাব দিয়েছেন।
এছাড়াও, বিগ বসের ঘর থেকেও নাকি রানুর কাছে প্রস্তাব এসেছে প্রতিযোগী হওয়ার জন্য। যদিও শোয়ের নির্মাতাদের তরফে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।






















