বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক ইস্যুতে আলোচনায় সরব হয়ে উঠে বলিপাড়ায়। পুরো বলিউডকে রীতিমত নাড়িয়ে দিয়েছেন মাদক ইস্যু। একাধিক শীর্ষ তারকাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দফতরে হাজিরা দিতে হয়েছিল মাদক সম্পৃকক্তার অভিযোগে।
এবার অভিনেত্রী দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালাকে গ্রেফতার করেছে এনসিবি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তার বোন শায়িস্তাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিযান চালায় এনসিবি। এ সময় দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতরা করা হয়। অভিযানে যশবন্ত হাইটস নামের একটি ভবন থেকে বেশ কিছু কুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। সেগুলোতে মোট ২০০ কেজি গাঁজা ছিল বলে গণমাধ্যমকে জানিয়েছে এনসিবি।
এদিকে, মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের বন্ধু পরিচালক ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঋষিকেশ নিখোঁজ থাকায় তার খোঁজে অভিযান চালাচ্ছে এনসিবি। সুশান্ত মৃত্যুর পরই গা ঢাকা দিয়েছে ঋষি।






















