বিনোদন ১০ জানুয়ারি, ২০২১ ০৪:০১

ভিডিও গেইমে জীবন্ত হয়ে ফিরছেন সালমান শাহ

বিনোদন ডেস্ক

কালজয়ী অভিনেতা সালমান শাহ। ক্ষণজন্মা এ চিত্রনায়ক কে নিয়ে এবার তৈরি হচ্ছে ভিডিও গেম। তাকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেমটি তৈরি করছেন বাংলাদেশের দুই তরুণ।

ভিডিও গেমটিতে সালমান শাহ’র লুকের মতো করেই তৈরি করা হচ্ছে চরিত্রটি। অমর এই নায়কের সঙ্গে গেমটিতে ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, অন্য চরিত্রগুলোও একেবারে বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে।

জানা যায়, ক্রাইসিস এন্টারটেইনমেন্টের ব্যানারে গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয় এই গেমটি তৈরি করছেন। গেমটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে।

এছাড়া গত ৫ জানুয়ারি এর একটি টিজার প্রকাশ পেয়েছে, যা রীতিমত সবার প্রশংসায় ভাসতে থাকে। সালমান ভক্তদের পাশাপাশি অন্যরাও এটাকে স্বাগত জানিয়েছেন।

টিজারে দেখা যায়, সালমান শাহ একজন ফাইটার যার একটি হাত আসল ও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমানের মতো করেই রাখার চেষ্টা ছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহ’কে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরু থেকেই বিষয়টি আত্মহত্যা বলা হচ্ছে। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। এই অভিনেতার মৃত্যুর দুই যুগ পার হলেও তার জনপ্রিয়তা এখনো একটুও কমেনি।