বিনোদন ডেস্ক
অবশেষে নতুন বছরের শুরুতে প্রকাশ্যে হাজির হয়েছেন ঢালিউডের শাকিব খানের নায়িকা হিসেবে খ্যাত বুবলী। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে দেখা গিয়েছিল এই নায়িকাকে। কাজী হায়াত পরিচালিত 'বীর' ও সৈকত নাসির পরিচালিত 'ক্যাসিনো' ছবির পর থেকেই এই নায়িকাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। লোকমুখে শোনা যাচ্ছিল ‘বুবলী অন্তঃসত্ত্বা’ তাই সামনে আসছেন না।
গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট— এই ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দেখা যায়নি তাকে। আর গত ফেব্রুয়ারি থেকে বুবলীর মুঠোফোন ও ম্যাসেঞ্জারে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করতে থাকলেও কোনো সাড়া মেলেনি। এবার জানা গেলো নতুন বছরে আড়াল ভাঙছেন বুবলী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন সরব।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিন্ন লুকে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। নিজেকে আগের চেয়ে অনেকখানিই পাল্টে ফেলেছেন তিনি।
ছবিতে বুবলীকে অ্যাশ কালারের কোর্ট পরিহিত অবস্থায় দেখা যায়। ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া ছবিটি নজর কেড়েছে বুবলী ভক্তদের।






















