বিনোদন ডেস্ক
অবশেষে ফেসবুকে ফিরেছেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন বছরে ফেসবুকে হাজির হয়ে ভক্তকুলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তিনি লিখেছেন, রাত কালোই হবে, দিন আলোই হবে। তোমার জীবন সব সময় উজ্জ্বল হোক এই কামনা করি।
হারুনুর রশিদ অপুর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানানোর পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বিষয়টি নিয়ে নানা রকম কথা বলছিলেন। সেসব কথা ফারিয়ার কান পর্যন্তও পৌঁছে যাচ্ছিল।
যার ফলে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য তিনি পর পর দুটি পোস্ট দেন। যেটাকে কৈফিয়ত দেওয়ার মতোই মনে হচ্ছিল। তবে শুভাকাঙ্ক্ষীরা শবনম ফারিয়াকে পরামর্শ দেন এই বলে যে এখানে কৈফিয়ত দেওয়ার জায়গা নয়। আপনি ফেসবুক আপাতত ত্যাগ করুন। এর পর থেকে ফারিয়া ফেসবুক থেকে দূরে ছিলেন। তবে মাঝেমধ্যে সক্রিয় ছিলেন ইনস্টাগ্রামে। যেখানে মাঝেমধ্যেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন। বিষাদমিশ্রিত সেই অনুভূতির প্রকাশ মন খারাপের পরিমাপক হিসেবে স্পষ্ট হতো। নভেম্বরের শেষদিকে ফারিয়া ফেসবুক নিষ্ক্রিয় করেন, সক্রিয় করেন ডিসেম্বরের ৩১ তারিখে। এক মাসেরও বেশি সময় পরে এই ফেরা শবনমের।

ফেসবুক ছাড়ার আগে ফারিয়া সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, 'আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালিগালাজ করছেন। তবে কী আমি জানব মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকব।'
তিনি আরো বলেন, 'এ মানুষটা গত কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে ন। তাকে কিভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।'
২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।






















