বিনোদন ১ জানুয়ারি, ২০২১ ০৯:৪১

১০ মাস ১০ দিন পর সামনে আসলেন বুবলী

বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক

অবশেষে নতুন বছরের শুরুতে প্রকাশ্যে হাজির হয়েছেন ঢালিউডের শাকিব খানের নায়িকা হিসেবে খ্যাত বুবলী সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে দেখা গিয়েছিল এই নায়িকা কাজী হায়াত পরিচালিত 'বীর' সৈকত নাসির পরিচালিত 'ক্যাসিনো' ছবির পর থেকেই এই নায়িকাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকমুখে শোনা যাচ্ছিলবুবলী অন্তঃসত্ত্বাতাই সামনে আসছেন না

গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টএই ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দেখা যায়নি তাকে আর গত ফেব্রুয়ারি থেকে বুবলীর মুঠোফোন ম্যাসেঞ্জারে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করতে থাকলেও কোনো সাড়া মেলেনি

এবার জানা গেলো নতুন বছরে আড়াল ভাঙছেন বুবলী ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন সরব বছর শুরুর দিনে ফেসবুকে নিজের ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরে বুবলী আড়াল ভেঙে আবার ফিরছেন চলচ্চিত্রের শুটিংয়ে ইতোমধ্যে অনেক পরিচালক, সহশিল্পী তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন নতুন বছরে যে বুবলী ক্যামেরার সামনে ফিরছেন সেটা নিশ্চিতভাবে জানা গেছে বুবলীর একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাতা নায়ক বলেছেন, বেশ কয়েকটি সিনেমার গল্প নিয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ হয়েছে ব্যাটে-বলে মিলে গেলে নতুন বছরে ছবিগুলোর শুটিং দিয়ে ফিরতে পারেন বুবলী

উল্লেখ্য, বুবলীর আড়াল হওয়ার গল্প এবার নতুন নয় এর আগে ২০১৭ সালেরংবাজসিনেমার মহরতের পর আড়ালে চলে গিয়েছিলেন তিনি পরে ফিরে গণমাধ্যমে বলেন, নিজেকে পরিবারকে সময় দিতেই কাজ থেকে 'ব্রেক' নিয়েছিলেন তিনি