বিনোদন ৩০ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৬

খোলামেলা পোশাকে মিথিলা

বিনোদন ডেস্ক

হঠাৎ করেই খোলামেলা পোশাকে হাজির হচ্ছেন আলোচিত অভিনেত্রী মিথিলা। একের পর এক তার খোলামেলা ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিথিলা নিজেই ছবিগুলো তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করছেন প্রতিটি ছবি শেয়ারের পরই বিতর্ক তৈরি হচ্ছে।

গত ১৫ ডিসেম্বর ''আমিই আমার ভাগ্যের কর্তা, আমি আমার আত্মার অধিনায়ক'' এই ক্যাপশনে নিজের একটি খোলামেলা ছবি মিথিলা ইনস্টাগ্রামে পোস্ট করেন।

A

এরপর গত সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। আলোআঁধারি ছবিটিতে দেখা যায়, অন্ধকার কক্ষে একা বিষন্ন মনে বসে আছেন মিথিলা। তার পরনে শাড়ি। জানালার ফাঁক গলে মিথিলার চোখে-মুখে আলো এসে পড়েছে। তার দৃষ্টি অন্য কোথাও।

ছবিটির ক্যাপশন হিসেবে ব্যবহার করেছেন ব্রিটেনের বিখ্যাত ব্যান্ডদ্য বিটলসএরহোয়াইল মাই গিটার জেন্টলি উইপসগানের শিরোনাম। বাংলায় যার অর্থ দাঁড়ায়- ‘আমি আপনাদের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা অন্তর্নিহিত/ তখনই আমার গিটার বেজে ওঠে।

B

সর্বশেষ গতকাল ২৯ ডিসেম্বর নিজের ইনস্টাগ্রাম আইডিতে মিথিলা তার উন্মুক্ত পিঠের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন। কমেন্টে তিনি ক্ষোভ ট্রলের শিকারও হচ্ছেন। কেউ কেউ অবশ্য এমন সাহসী ছবির জন্য মিথিলাকে সাধুবাদও জানিয়েছেন।

C