বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২০ ১০:৩৩

২০২০ সালে বিয়ের স্বাদ পেয়েছেন যেসব অভিনেত্রী

বিনোদন ডেস্ক

চলতি বছর করোনা মহামারিতে থমকে গিয়েছিল গোটা পৃথিবী তবে থেমে থাকেনি তারকাদের বিয়ে অনুষ্ঠান করে কিংবা ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সেরেছেন অনেকেই

বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত মডেল অভিনেতা খালেদ হোসেন সুজন ২০ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা নিজের ফেসবুকে পোস্ট করে সুজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার

1

মডেল অভিনেত্রী মুমতাহিনা টয়া ২৯ ফেব্রুযারি বিয়ে করেছেন অভিনেতা শাওনকে লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে দিনটি বেছে নিয়েছেন তারা ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন সেরেছেন দম্পতি দাম্পত্য জীবনে বেশ সুখে আছেন টয়া শাওনের সঙ্গে খুনসুটিই তার প্রমাণ।

2

মাত্র তিন টাকা দেনমোহরে হুট করে বিয়ে করেছেন লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি গণমাধ্যমে নিজের বিয়ের ঢোল নিজেই পিটিয়েনে অভিনেত্রী বলেছেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকাচলতি বছর মার্চ রাতে কাজি ডেকে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি কিন্তু বিয়ে টেকেনি পাঁচ মাসও শোনা যাচ্ছে- আলাদা হয়ে গেছেন তারা

3

ঢালিউডের হটেস্ট ডিভা নুসরাত ফারিয়া হঠাৎ করেই নিজের বিয়ের খবর প্রকাশ্য এনেছেন ঘরোয়া আয়োজনে ২১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছেন নায়িকা বছর প্রেমের পর এক হয়েছে তাদের চার হাত এর আগেও একাধিকবার বিয়ের গুঞ্জন উঠেছিল নায়িকাকে নিয়ে কিন্তু ধোপে টেকেনি একটিও

4

ব্যবসায়ী রেজা আমিনের সঙ্গে ২৭ সেপ্টেম্বর বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শমী কায়সার দুই পরিবারের ঘনিষ্ঠজনের বিয়েতে উপস্থিত ছিলেন পূর্বপরিচয়ের সূত্র ধরেই তাদের প্রেম বিয়ে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি, আর রেজা আমিনের দ্বিতীয়

5

২০২০ সালের ১০ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অপর্ণা ঘোষ পাত্র হিসেবে তিনি পূর্বপরিচিত সত্রাজিৎ দত্তকে বেছে নিয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদের একটি মন্দিরে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের চার হাত এক হয় অপর্ণার বর সত্রাজিৎ একটি জাপানি প্রতিষ্ঠানে কর্মরত

6