বিনোদন ২৭ ডিসেম্বর, ২০২০ ০৩:২৭

মিরপুরে কেক কেটে সাল্লু ভাইয়ের জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টারদাবাংখ্যাত সালমান খানের ৫৫তম জন্মদিন আজ জন্মদিনে শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসে যাচ্ছেন বলিউডসুলতান তার সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন

সালমান খানের ভক্ত শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশেও সাল্লু ভাই খ্যাত সালমান খানের অগণিত ভক্ত রয়েছে বাংলাদেশে সালমান খানের ভক্তরা গড়ে তুলেছেন 'সালমান খান ক্লাব' এই ফ্যান ক্লাবের পক্ষ থেকে আজ রোববার রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকায় কেক কাটা হয় একই সঙ্গে পথশিশুদের খাবার বিতরণ করা হয়সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর পক্ষে আয়োজনটি করেন তোফায়েল আহমেদ, রাব্বী খান, ইমতিয়াজ, তুহিন ফারুক, মোহাম্মদ আলী শাহ্ তানভীর আলম

আয়োজকদের মধ্য থেকে রাব্বী খান বলেন, সালমান খানের সবচেয়ে ভালো দিক তিনি মানবিক মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন তিনিবিয়িং হিউম্যাননামক সংগঠন চালান সালমান খান শিশুদের খুব ভালোবাসেন, আদর করেন সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা গত চার-পাঁচ বছর ধরে তার জন্মদিনে বিভিন্ন আয়োজন করে থাকি এবার পথশিশুদের মাঝে খাবার দিয়েছি, এর আগে শীতবস্ত্র বিতরণ করেছি

সালমানের জন্মদিনের আয়োজনের এই বিষয়টি জানেন না বলিউডের ভাইজান জন্য অবশ্য আয়োজকদের আফসোস নেই তারা সালমানকে ভালোবাসেন- এটাই মুখ্য বলে জানান সংগঠনের কর্মীরা