বিনোদন ২৪ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫

৬৪ তম জন্মদিনে ইলিয়াস কাঞ্চনের বার্তা

বিনোদন ডেস্ক

বেদের মেয়ে জোছনাখ্যাত নায়ক বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ৬৪তম জন্মদিন আজ

বিশেষ এই দিনে ফেসবুক লাইভে হাজির হয়ে চলচ্চিত্রের রুপালি পর্দার এই হিরো বলেন, সারাদিন বাসায় কাটবে বিশেষ কোনো আয়োজন নেই। আমার ভক্ত, অনুরাগী এবং আমার সংগঠনের সদস্যরা প্রতি বছরই কেক কেটে আমার জন্মদিনটি উদযাপন করেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেনো আমার জন্মদিনে এবার কোনো কেক না কাটেন।

যে টাকা খরচ করে কেক কাটবেন সেই টাকা দিয়ে মাস্ক বিতরণ করুন এবং সম্ভব হলে যার পক্ষে যা সম্ভব অসহায় মানুষের মধ্যে শীতকালীন বস্ত্র বিতরণ করুন। তাহলে আমার প্রতি সঠিক ভালোবাসা প্রকাশ পাবে। আমিও আনন্দিত খুশি হবো।

তিনি আরও বলেন, ‘আমার জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা যে সমস্ত ভালো কাজের উদ্যোগ নেন, তা সত্যই প্রশংসনীয়। যেহেতু আমরা বছর বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করছি, তাই সুরক্ষা অপরিহার্য। আমি আমার সব ভক্ত, অনুরাগী এবং আমাকে যারা ভালোবাসেন তাদেরকে অনুরোধ করছি দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন।

আর ক্ষণিকের জীবন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে সেই কথা চিন্তা করে নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করুন।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে গত শতাব্দীর সোনালি যুগের অভিনেতা কাঞ্চন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে ১৯৫৬ সালের ২৪ শে ডিসেম্বর জন্মগ্রহন করেন। তার বাবার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন।

শিক্ষাজীবনে ইলিয়াস কাঞ্চন ১৯৭৫ সালে কবি নজরুল সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতক্তোর শেষ করেন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিলো। তাই যুক্ত হয়েছিলেন বেশ কিছু নাট্য সংগঠনের সাথে। নানা পথ পেরিয়ে অবশেষে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তেরবসুন্ধরাছবি দিয়ে ১৯৭৭ সালে চলচ্চিত্রে ববিতার নায়ক হয়ে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের।

সময়ের সাথে সাথে তিনি নিজেকে চলচ্চিত্রের কিংবদন্তির পথেই নিয়ে এসেছেন। কাঞ্চন ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারমধ্যে বেশিরভাগ ছবিই ব্লকবাস্টার হিট ছিলো।

আর ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তার অভিনীতবেদের মেয়ে জোছনা ব্যবসায়িক সাফল্য এখনো ঢাকাই ছবিতে রূপকথা হয়ে আছে। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় এই ছবিতে কাঞ্চন জুটি বেঁধেছিলেন অঞ্জু ঘোষের সাথে। সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জোছনা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।

সুভাষ দত্ত পরিচালিতবসুন্ধরাচলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। ১৯৭৭ সালের ২৬ মার্চ তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। একই বছর ৩১ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। এরই মধ্যে অভিনয় জীবনের চার দশক পার করেছেন এই গুণী অভিনেতা