বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে করোনা বিধি না মেনে নাইটক্লাবে পার্টি করছিলেন র্যাপার বাদশাসহ আরও বেশ কয়েকজন ভারতীয় সেলেব্রেটি। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানে গ্রেপ্তার হন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, গায়ক গুরু রনধাওয়াসহ আরও অনেকে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে অল্পের জন্য গ্রেপ্তার থেকে বেঁচে যান বাদশা। জানা গেছে, একই পার্টিতে বাদশাও ছিলেন। পুলিশকে ম্যানেজ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বাদশা।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। তাই ক্লাবগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি এসময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াও বন্ধ। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। আর তাতে অংশ নেওয়ায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।






















