বিনোদন ডেস্ক
দেশের অর্থায়নে তৈরি পদ্মা সেতু এখন দৃশ্যমান আর ব্রিজকে নিয়ে বাংলাদেশিদের আবেগও তাই তুঙ্গে। এবার এই সেতুকে কেন্দ্র করেই তৈরি হলো টেলিছবি। ‘সূর্যসকাল’ শিরোনামে নির্মিত হয়েছে সিনেমাটি। জানা যায়, এটি নির্মাণ করেছেন সাংবাদিক ও নির্মাতা রেজানুর রহমান।
নির্মাতা রেজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের বিজয়গাথা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো টেলিছবি নির্মিত হলো। এখানে আমাদের আবেগ ও মাতৃভূমির গল্প বলা হয়েছে।’
টেলিছবির গল্পটা এমন- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে কয়েকজন দেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হন। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে।বাকিটুকু জানতে অবশ্যই সিনেমাটি দেখতে হবে।
এদিকে ‘সূর্যসকাল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুয, সুমনা সোমা, কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কাঞ্জনসহ অনেকে।
জানা যায় চলতি মাসের ২৩ ডিসেম্বর সিনেমাটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে।






















