বিনোদন ২০ ডিসেম্বর, ২০২০ ০৬:১৭

নেহার সস্তা প্রচারণায় ক্ষুব্ধ অনুরাগীরা

বিনোদন ডেস্ক

প্রেম, বিয়ে, সন্তান কোনো কিছুই বাদ দেন নি নিজের গানের প্রচারণার জন্য। বলছি বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কাক্কর কথা। নেহা সম্প্রতি আলোচনায় নিজের ‘খেয়াল রক্ষা কর’ গানের প্রচারণার জন্য বিয়ের দুই মাসের মধ্যে মা হতে যাওয়ার গুঞ্জন তুলে। আর নেহার এমন প্রচারণার জন্য খেপেছেন নেটজনতা। ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে ইন্টারনেটের মন্তব্য জড়ো করে এমন খবর প্রকাশ করেছে।

সেখানে দেখা যাচ্ছে এক নেটিজন নেহাকে লিখেছেন, ‘সস্তা প্রচারের একটা সীমা থাকা দরকার।’ অন্য একজন লিখেছেন, ‘এমন একটি বিষয়কে আপনি কীভাবে সস্তা প্রচারণার অংশ করতে পারলেন।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘আমি আপনার একজন ভক্ত ছিলাম, গানের জন্য এমন সস্তা প্রচারণা লজ্জার।’ এমন হাজারো মন্তব্যে নেটজনতা ক্ষোভ ঝাড়ছেন নেহার প্রতি।

j

জানা গেছে, ‘খেয়াল রক্ষা কর’ শিরোনামে নতুন গান ২২ ডিসেম্বর মুক্তি দিতে যাচ্ছেন নেহা। স্বামী-স্ত্রীর এই গানটি গীতিকার বাবুর কথায় সুর করেছেন রজত নাগপাল।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নেহা। সেই বিয়ে নিয়ে সৃষ্টি করেছেন নানা আলোচনা আর গুঞ্জন। যদিও শেষ পর্যন্ত সত্যিই বিয়ে করেছেন এই গায়িকা। বিয়ের আগে ‘নেহু দ্য বিয়া’ শিরোনামে গান মুক্তি দিয়েছিলেন নেহা কক্কর। গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে। সে জন্য নেহার সত্যিকারের বিয়ের সময়কার আলোচনা ছিল ওই গানের প্রচারণার অংশ।

গতকাল ভারতীয় একাধিক গণমাধ্যম নেহার মা হতে যাওয়ার এই গুঞ্জনের খবর প্রকাশ করলেও কেউই নেহা সত্যি মা হচ্ছেন কি না, তা নিশ্চিত করেনি। কারণ, এর আগে নেহা তাঁর গানের প্রচারণার জন্য এমন পথ বেছে নিয়েছিলেন। অবশেষে সেটিই সত্য হয়েছে। আর এ জন্যই খেপেছেন তার ভক্ত ও অনুরাগীরা।