বিনোদন ডেস্ক
‘কল-রেডী’ মাইক্রোফোন আর বঙ্গবন্ধুর ‘মুজিব কোট’ গায়ে জড়িয়ে ‘শেকল ভাঙার গান’ নিয়ে হাজির হয়েছেন ‘গাল্লিবয়’ যুগল তবীব-রানা।
গত ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে ‘স্বাধীনতা রক্ষা’ নামের এই প্রতিবাদী গানচিত্রটি প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়েছে ৯ লাখ।
আকাশ হকের নির্মাণে বিশেষ এই গানচিত্রে উঠে এসেছে শহীদদের বীরত্ব আর স্বাধীনতা রক্ষার প্রতিজ্ঞা। তবীবের লেখা গানটির কিছু কথা এমন, হাজার সালাম শহীদ স্মরণে অতঃপর শুরু কবিতা রব/ আমাদের গানে সুখ থাকে কম বিসর্গহীন দুঃখ সব/ তোমাদের কাছে বিজয় মানে জিপিএ ফাইভে ভেজানো সুখ/ আমার কাছে বিজয় মানে যে আমার মায়ের মিষ্টিমুখ।
গানটি প্রসঙ্গে তবীব মাহমুদ বলেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই গানটি করার পেছনে একটাই বক্তব্য, স্বাধীনতা অর্জনের চেয়ে সেটি রক্ষা করা বেশি কঠিন। যেটা আমাদের রক্ষা করতেই হবে। এই অর্জন বৃথা যেতে দেবো না।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এসেছে ‘হিপহপ পুলিশ’, করোনাভাইরাস সচেতনতাসহ বিভিন্ন বিষয়ের গানচিত্র। তাদের প্রতিটি গানই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।






















