বিনোদন ডেস্ক
চলতি বছর করোনাকে পেছনে ফেলে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা। জানা যায়,মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে আলোচিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।
এরপর ভারতীয় সংবাদ মাধ্যম জানায়,মুম্বাইয়ের পর দ্বিতীয় ধাপের শুটিংয়ের জন্য ‘পাঠান’ টিম অ্যাকশন দৃশ্যের শুটে দুবাই যাচ্ছেন আগামী জানুয়ারিতে। সেখানে অংশ নেবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন বলিউড ভাইজানও। মাত্র ১৫ মিনিটের দৃশ্যের জন্য ১০ থেকে ১৩ জানুয়ারি শুটিংয়ে অংশ নেবেন সালমান। এরপর যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শেষ হবে।
এবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, শুধু সালমান নয়, শাহরুখের সিনেমায় দেখা যেতে পারে বলিউড সুপারস্টার হৃতিক রোশনকেও। তবে ব্যাপারটি এখনো প্রাথমিক পর্যায়ে।
এক সূত্রের বরাতে বলিউডের প্রভাবশালী এই গণমাধ্যমটি জানাচ্ছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া বিশেষ এজেন্ট হিসেবে সিনেমায় হৃতিকে যুক্ত করতে চাচ্ছেন। সেজন্য পরিচালক সিদ্ধার্থ আনন্দও ‘ওয়ার’ সিনেমার ‘কবির’ হিসেবে ‘পাঠান’ সিনেমায় যোগ দেওয়ার অনুরোধ করেছেন হৃতিকে। আলোচিত ‘ওয়ার’ সিনেমার পরিচালক ছিলেন এই সিদ্ধার্থ আনন্দ। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে হয়তো বলিউডের তিন সুপারস্টারের দেখা মিলবে শাহরুখের প্রত্যাবর্তনের সিনেমায়।
তবে প্রতিবেদনে এটাও জানানো হয়েছে, এই পরিকল্পনার কথা হৃতিকে জানানো হয়েছে তবে তিনি এখনো তাঁর সিদ্ধানের কথা নিশ্চিত করেননি।
জানা গেছে, ‘পাঠান’ সিনেমার জন্য দীপিকা পাড়ুকোন পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি। এ ছাড়া সিনেমার খলচরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন এই সিনেমা। যদিও এই সিনেমার সব খবর গোপন রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।






















