নিজস্ব প্রতিবেদক
নানান কর্মকাণ্ডের কারণে কিছুদিন পরপরই আলোচনায় চলে আসেন হিরো আলম। এবার হিরো আলমের নামে চালু হয়েছে অ্যাপ। অ্যাপের নাম ‘সেলফি উইথ হিরো আলম’। এরই মধ্যে অ্যাপটি ৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে।
গুগল প্লে স্টোরে গিয়ে Selfie With Hero Alom লিখেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। প্রসঙ্গত, প্রথমদিকে ইউটিউব কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এরপর ঝুঁকেন অভিনয়ের দিকে। তাঁর নির্মিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’। এছাড়াও সাম্প্রতিক সময়ে তিনি বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। যা নিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রল।
উল্লেখ্য, ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তুমুল আলোচিত হন।
হিরো আলম ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসা করেন।






















