বিনোদন ১৭ ডিসেম্বর, ২০২০ ১১:৪২

পপি এখন ডিবি অফিসার!

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পর আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা পপি ভক্তদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই নতুন সিনেমা সাহসী যোদ্ধা নিয়ে হাজির হচ্ছেন তিনি মুক্তির অনুমতি পেতে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ছে

সিনেমাটিতে পপির বিপরীতে অভিনয়ে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। মূলত সমাজের সব স্তর থেকে দুর্নীতিবিরোধী বক্তব্য তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে পপি ডিবি অফিসার এবং ইমন কর কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন। আরও দেখা যাবে আমিন খান, শিরিন শিলাসহ সিনেমার একঝাঁক প্রিয়মুখ

সিনেমা প্রসঙ্গে পপি বলেন, ‘ছবিটির গল্প সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। আমি খবর পেয়েছি ছবিটি সেন্সরে জমা দেয়া হচ্ছে। আনকাট ছাড়পত্র পাবে সাহসী যোদ্ধা এই প্রত্যাশা।