বিনোদন ১৬ ডিসেম্বর, ২০২০ ০৪:০২

যে কারণে আজ মুক্তি পাচ্ছে না ‘প্রিয় কমলা’

বিনোদন ডেস্ক

সিনেমা শেষ হওয়ার আগেই জানা গেছে চলতি বছরের বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মুক্তি পাবে ‘প্রিয় কমলা’। কিন্তু চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমাটি সব প্রস্তুতি থাকার সত্বেও আজ বিজয় দিবসে মুক্তি পাচ্ছে না।

এ নিয়ে সিনেমাটির পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘সেন্সর বোর্ড সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছে। সেজন্য কাল মুক্তি পাচ্ছে না সিনেমাটি। সব ঠিক করে ১৭ ডিসেম্বর আবার সেন্সর বোর্ডে জমা দেব। তখন নতুন মুক্তির তারিখ জানাতে পারব।’ 

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সিনেমাটি নিয়ে আমরা বেশ কিছু জায়গায় সংশোধনী দিয়েছি। এর বেশি কিছু জানাতে পারব না।’

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘প্রিয় কমলা’। সিনেমায় বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। শাহরিয়ার নাজিম জয়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে বাপ্পী-অপু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।