বিনোদন ৩০ আগস্ট, ২০১৯ ১০:৪৬

জ্বরে আক্রান্ত হয়ে শাকিবের শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক ।। 

গত কয়েকদিনে রাজধানীতে মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে।

ইতিপূর্বে দেশে বিভিন্ন সময় ডেঙ্গু রোগ দেখা গেলেও এবারের মতো ভয়াবহ ছিল না। এবার যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে দেশের সর্বত্র।

ঢাকাই সিনেমার নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ডেঙ্গু জ্বরে ভুগছেন। শোনা যাচ্ছে ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খানও জ্বরে ভুগছেন। তবে আশার কথা হলো ডেঙ্গু হয়নি শাকিবের।

আরো পড়ুন: ফেসবুকে যে ছবি পোস্ট করে আলোচনায় পরী মনি (ছবিসহ)

বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহরা মিতু। এরই মধ্যে হঠাৎ করে জ্বরে পড়েন নায়ক। জ্বরের কারণে শুটিং বন্ধ। প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন তিনি।

গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘জ্বর-সর্দি হয়েছে। এখনো সেরে উঠিনি, বাড়িতেই বিশ্রাম নিচ্ছি। তবে ডেঙ্গু হয়নি আমার। এটা মৌসুমি জ্বর। আপাতত শুটিং করতে পারছি না। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘শাহেনশাহ’। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবি আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।