বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এ অভিনেত্রীর বিয়ে নিয়ে ঢালি পাড়ায় চলে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি এই চিত্রনায়িকা পপির কিছু ফেসবুক পোস্ট ঘিরে রহস্য তৈরি হয়েছে। একাংশ নেটিজনেরা তা নিয়ে ধারনা করছেন প্রেমে পড়েছেন এ নায়িকা।
এ নায়িকার কিছু পোস্ট দেখলে আসলে এমনটিই মনে হবে যে কারো। এই ধরা যাক চলতি মাসের ১২ তারিখ তিনি এক পোস্টে লিখেন, গতকাল হলো আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন। ভালো থাকতে রাজ্যের সকল সম্পদ নয়, রাজার সত্যিকার ভালোবাসাটাই সুখ। ছোট ছোট ভালোবাসা মানুষকে সুখী করে। এ রকম উপহার একটা মেয়ের কাছে অনেক কিছু। সুন্দর একটা মুহূর্ত ,অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, কেউ কারো জন্য পারফেক্ট হয়ে জন্মায় না, ভালোবেসে পারফেক্ট করে নিতে হয়।
সম্পর্কের নাম যাই হোক না কেন, ভালোবাসার জায়গা সবাই পায় না। অন্য একটি পোস্টে কারও নাম উল্লেখ না করেই পপি লিখেন, হ্যাপি বার্থ ডে টু ইউ। সঙ্গে ভালোবাসার ইমো। পপির এসব পোস্ট কি তাহলে নতুন সম্পর্কের কথা ইঙ্গিত করে! যদিও এ নায়িকা গণমাধ্যমের প্রশ্নের জবাবে খানিক হেসে বিষয়টি নিয়ে বললেন, নাহ্। তেমন কিছু না। রহস্যটা রেখেই দিলেন।
অন্যদিকে এ চিত্রনায়িকা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘ভালোবাসার প্রজাপ্রতি’ ছবির কাজ নিয়ে।






















