বিনোদন ডেস্ক
বর্তমান সময়ে বলিউডের আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। এর পূর্বে জানা গিয়েছে লকডাউনের দীর্ঘ সময়টা রণবীর কাপুর আর আলিয়া ভাট এক ছাদের তলায় একান্তে সময় কাটিয়েছেন। এমনকি রণবীরের আরও কাছে আসতে তাঁরই আবাসনের একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন আলিয়া।
এবার বলিউডের এই রোমান্টিক জুটি খোলা আকাশের নিচে একে অপরের সঙ্গে সময় কাটাতে চান। তাই সোমবার দুপুরেই রণবীর-আলিয়া পাড়ি জমিয়েছেন ভারতের গোয়াতে। সেখানে তাঁরা নিরিবিলিতে কিছুদিন কাটাতে চান এ জুটি। এরপর দুজনই তাঁদের কাজে চূড়ান্তভাবে ব্যস্ত হয়ে পড়বেন। ইতমধ্যে জানা গেছে, আগামী বছরের শুরু থেকেই রণবীর তাঁর আগামী ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে তাঁকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমিকের ভূমিকায় দেখা যাবে।

এদিকে, আলিয়া ইতিমধ্যে তাঁর আগামী ছবিগুলোর শুটিং শুরু করেছেন। লকডাউন শিথিল হওয়ার পর প্রথমেই তিনি শুরু করেন সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং। সম্প্রতি আলিয়া হায়দরাবাদে গিয়েছিলেন এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির শুটিংয়ে। আর পাশাপাশি চলছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির অবশিষ্ট কাজ। এদিকে রণবীর আগামী বছর গোড়া থেকে শুরু করবেন চিত্রনির্মাতা, তথা পরিচালক লাভ রঞ্জনের ছবির শুটিং। তাই তিনিও ব্যস্ত হয়ে পড়বেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কাজের স্রোতে হারিয়ে যাওয়ার আগে এক রোমান্টিক সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এই যুগল।






















