বিনোদন ১৫ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৩

‘সোশ্যাল মিডিয়ায় ফান করলেও বাস্তবে আমি সিরিয়াস’

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণার পর পরই ফেসবুক ছেড়েছেন অভিনেত্রী তবে ইনস্টাগ্রামে সরব তিনি ২৩ লাখ অনুসারি তার সামাজিক পাতায় অভিনেত্রী ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র থেকে ছাদে কখনো বা নদীর পড়ে বসে দেখছেন নিজের পুরোনো ছবি, আবার কখনো করছেন রৌদ্রস্নান

জানা যায়, ইনস্টাগ্রামে শবনম ফারিয়া ভোরে তোলা ছবি আপ করতে পছন্দ করেন সেটা যে অনেকবার দিয়েছেন এমনটি জানান অভিনেত্রী এক টিভি অনুষ্ঠানে সে অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‘ভোরবেলা আমি ইনস্টাগ্রামে ছবি দিই কারণ, ভোরবেলা মানুষকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে

 ওই সোশ্যাল অনুষ্ঠানে মিডিয়া সম্পর্কে শবনম ফারিয়া বলেন, ‘ফেসবুকে যারা ফলো করে, সবাই তোমার ফ্যানস তা না সব ফ্যান ফলোও করে না আমার পারসোনাল লাইফে আমি যেমন, সোশ্যাল মিডিয়াতে আমি ওরকম না আমি ফান করি, কিন্তু আই অ্যাম সিরিয়াস পারসন সোশ্যাল মিডিয়া ফর মি, মানে এন্টারটেইনমেন্ট আমি ওখানে উল্টাপাল্টা স্ট্যাটাস দেব, যা মাথায় আসে ফান করব ধরো, আমি পারসোনাল লাইফে যে কথাটা বলতে পারি না, নরমালি আমি অনেক এক্সপ্রেসিভ না...

উল্লেখ্য, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন ২০১৩ সালেঅল টাইম দৌড়ের উপর অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে পা রাখেন ২০১৮ সালেদেবীদিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে বর্তমানে এনটিভির জনপ্রিয় ধারাবাহিকফ্যামিলি ক্রাইসিস’- অভিনয়ের জন্য তুমুল আলোচনায় এই অভিনেত্রী