বিনোদন ডেস্ক
দেশের অন্যতম গুনি নির্মাতাদের মধ্যে একজন অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ নির্মাণ করে বড় পর্দায় মাইলফলকও তৈরি করেছেন এ নির্মাতা। এবার সেই বড় পর্দাতেই হাজির হচ্ছেন তিনি। তবে ক্যামেরার পেছনে নয়, বরং সামনে। এবার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
জানা যায়, রফিক সিকদার পরিচালিত নতুন ছবি ‘বসন্ত বিকেল’ সিনেমায় আসছেন অমিতাভ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নির্মাতা নিজেই।
রফিক সিকদার গণমাধ্যমকে বলেন, ‘আমার ছবির নায়ক সিনেমা পাগল যুবক। তার আদর্শ অমিতাভ রেজা। সে স্বপ্ন দেখে, একদিন অমিতাভ রেজার মতো বড় পরিচালক হবে। একটি টিভি সাক্ষাৎকারে সে অমিতাভের আসনে চলে যায়। তবে তা কল্পনায়।’ নির্মাতা আরও বলেন, ‘অমিতাভ রেজা নিজেই তার ভূমিকায় অভিনয় করবেন। অতিথি হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। আগামীকাল সকালে এশিয়ান টিভির স্টুডিওতে এর দৃশ্যধারণ হবে।’ নির্মাণের পাশাপাশি ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিক সিকদার নিজেই।
এছাড়া জানা যায়, ‘বসন্ত বিকেল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ। এখানে শিপনকে অমিতাভের ভক্ত হিসেবে দেখা যাবে।
পরিচালক জানান, অমিতাভ ও গানের দৃশ্যধারণ ছাড়া বাকি সব শুটিং শেষ। শিগগিরই ক্যামেরা বন্ধ করবেন তিনি।চলতি বছর শুরুর দিকে শুটিং শুরু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবারও গত ৯ ডিসেম্বর রাজধানীর অদূরে মুন্সীগঞ্জে শুরু হয় ছবির দৃশ্যধারণের কাজ।






















