বিনোদন ডেস্ক
চলচ্চিত্রে এ সময়ের ব্যস্ত নির্মাতা সৈকত নাসির। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির। এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ‘ক্যাশ’ শিরোনামের নতুন সিনেমা নির্মাণ করবেন এ নির্মাতা। তার নতুন সিনেমায় প্রধান নায়কের চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। আর এই নায়কের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি ও এভ্রিল।
সিনেমাটিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। আর গতকাল রাতে চুক্তিবদ্ধ হয়েছেন এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি।
আজ গণমাধ্যমকে সৈকত নাসির বলেন, ‘৩ জানুয়ারি থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আলোচনা করেই গতকাল রাতে ফেসবুকে আমরা ঘোষণা দিয়েছি।’
পরিচালক আরও জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিও করলেও ‘ক্যাশ’-ই হতে যাচ্ছে এভ্রিলের প্রথম ছবি।
এছাড়া জানা গেছে একদল তারকা এ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া সিনেমাটিতে আরো একজন অভিনয় করতে যাচ্ছেন, সেটা চমক রাখতে চান পরিচালক।
মাস্টারমাইন্ড টাইপের গল্পে ‘ক্যাশ’ প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামান। এর আগে সৈকত নাসিরের পরিচালনায় শেষ হয়েছে ‘ক্যাসিনো’ ও ‘বর্ডার’ সিনেমার কাজ। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে।






















