বিনোদন ১৪ ডিসেম্বর, ২০২০ ০৬:২০

অভিনেত্রী নয় বরং নাচের শিক্ষিকা হতে চাইতাম: অপু

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ‘ছায়াবৃক্ষ’ ও ‘প্রিয় কমলা’ শিরোনামে দুটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী, যার মধ্যে ‘প্রিয় কমলা’ মুক্তি পাচ্ছে বিজয় দিবসে এ অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরী কে। এছাড়া সিনেমায় অপুকে দেখা যাবে বীরাঙ্গনা চরিত্রে।

অপু বিশ্বাস সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে চিত্রনায়িকা ভাগাভাগি করেছেন তাঁর জীবনের গল্প। সেখানে অভিনেত্রী জানান, ছোটো বেলায় আমি অভিনেত্রী নয় বরং নাচের শিক্ষিকা হতে চাইতেন।

সেই গল্পে অপু বলেন, ‘জয়ের সঙ্গে তার বাবার (শাকিব খান) মাঝে মাঝে দেখা হয় সে জয়ের সাথে দেখা করতে আসেন। এছাড়া সেও ব্যস্ত। আমরা সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত, দেখা হয়...।’

নিজের পছন্দের সিনেমার আলোচনায় অপু বলেন, ‘যখন যেটা আসে, তখন আমি সব মুভি দেখি। সব মিলিয়ে দেখা হয় রোমান্টিক, কখনো অ্যাকশন, কখনো বিভিন্ন... আমার বেশি ভালো লাগে হিন্দি মুভি দেখতে, ওটার মধ্যে একটা আর্ট থাকে। যেটা বোঝা যায়, যেটা দেখার পর ফিল হয় আমি হয়তো আমার একটা ক্যারেকটার প্লে করতে পারব। যেটা ইংলিশ (ইংরেজি) মুভিতে অসম্ভব...।’