বিনোদন ডেস্ক
মাত্র ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্যজন আলী যাকের। বাবাকে হারানোর কিছু দিন না যেতেই এবার করোনা আক্রান্তের দলে যুক্ত হলেন তার ছেলে অভিনেতা ইরেশ যাকের।
গতকাল রাতে করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজেই।
তিনি জানান, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’
২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইারেশ যাকেরের বাবা আলী যাকের। মৃত্যুর দুদিন আগে তিনি করোনা পজিটিভ হন। তবে তার আগে থেকেই বর্ষীয়ান এই অভিনেতা ক্যানসারে ভুগছিলেন।






















