বিনোদন ১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৩২

আরো ভালো গান উপহার দিতে চাই: ইমরান

বিনোদন ডেস্ক      

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন এ গায়ক 'বিশ্বসুন্দরী' সিনেমার 'তুই কি আমার হবিরে' গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি শুধু তাই নয়, এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নুসরাত ফারিয়ার সঙ্গে পারফরমও করেছেন ইমরান

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই গায়ক বলেন, ‘এই গানটি কিন্তু প্রকাশের পর পরই শ্রোতারা লুফে নেন অনেক ভালোবাসা পেয়েছি এ গান থেকে এবার স্বীকৃতি পেলাম সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে যে কোনো প্রাপ্তিই আনন্দের প্রাপ্তিতে উৎসাহটা বেড়ে যায় চেষ্টা করবো সামনে আরো ভালো ভালো গান উপহার দেবার’

জানা যায়, বেশ ব্যস্ত সময় পার করছেন এ গায়ক এছাড়া এরইমধ্যে 'নবাব এলএলবি', 'অ্যাডভাইজার', 'গুলশানের চামেলি', লন্ডন লাভ'সহ বেশ কিছু নতুন ছবিতে গান গেয়েছেন তিনি

চলচ্চিত্রে গানের ব্যস্ততা নিয়ে এ শিল্পী জানান, ‘চলচ্চিত্রের গান করতে সব সময় ভালো লাগে একটা চ্যালেঞ্জ থাকে সেদিক থেকে ব্যস্ততাটা ভালোই উপভোগ করছি নিজের সুরের বাইরেও অন্য সুরকারদের সুরেও সিনেমার গান গাইছি নিয়মিত বিভিন্ন ধরনের গান গাইতে আসলে ভালো লাগে’

জানা যায় এ গায়ক এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে৷ বিশেষ করে নতুন বছর উপলক্ষেই এই গানগুলো করছেন তিনি নতুন বছরের পরিকল্পনা কি জানতে চাওয়ায় উত্তরে ইমরান বলেন,’চলতি বছরটা করোনার কারণে আসলে কারো জন্যই ভালো যাচ্ছে না বছরের শেষ মাস চলছে আমিও সবার মতো চাইবো সব যেন ঠিক হয়ে যায় আর নতুন বছরে ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই তবে খুব বেশি গান গাইতে চাই না যেমন গান শ্রোতাদের ভালো লাগবে তেমন কিছু গানই করতে চাই৷ মনের মতো গান ও ভিডিওতে নতুন বছরে শ্রোতারা আমাকে পাবেন ইনশাআল্লাহ’

এ গায়ক আরও বলেন স্টেজ শো বন্ধ রয়েছে ৮ মাসের বেশি সময় ধরে। সম্প্রতি এ শিল্পী প্রকাশ করেছেন নিজের নতুন গান 'এত ভালোবাসি' জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত ইমরানের করা এ গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন কেয়া পায়েল অল্প সময়ে গানটির ভিডিও দুই মিলিয়ন ভুই অতিক্রম করেছে ইউটিউবে