বিনোদন ১৩ ডিসেম্বর, ২০২০ ০৭:৩৩

অবমুক্তি পেলো ‘ফিরে এসো বেহুলা’

বিনোদন ডেস্ক      

২০১২ সালে মুক্তি পায় একদল তুখোড় অভিনয়শিল্পীদের সিনেমাফিরে এসো বেহুলা সিনেমাটি মুক্তির কিছুদিন পরই মারা যান কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি এবার ইন্টারনেটে তারকাবহুল সিনেমাফিরে এসো বেহুলাদেখা যাবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে

এই সিনেমায় আরও অভিনয় করেন- মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইন্তেখাব দিনার, তৌকীর আহমেদ, জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ নিজের গল্পভাবনা চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটি নিমার্ণ করেন তানিম নূর প্রযোজনায় মঞ্জুরুল ইসলাম দিপলু

প্রথিতযশা অভিনয়শিল্পীদের সিনেমাফিরে এসো বেহুলাএবার উন্মুক্ত হয়েছে ইউটিউবে বৃহস্পতিবার ( ডিসেম্বর) দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায়

দেশের অভিনয় জগতে যারা দ্যুতি ছড়িয়ে চলেছেন ধ্রুব তারার মতো, যাদেরকে পরবর্তী প্রজন্ম মনে করেন আদর্শ- এমন সব অভিনেতাদের একসঙ্গে একই সিনেমায় দেখতে পাওয়া নিঃসন্দেহে বিশেষ জানা যায়, দর্শকদের কথা চিন্তা করেই সিনেমাটি অনলাইনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা তানিম নূর