বিনোদন ১৩ ডিসেম্বর, ২০২০ ০৪:৫২

সফল নির্মাতা হিসেবে নাম লেখালেন চয়নিকা

চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক       

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই গত শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র 'বিশ্বসুন্দরী' যেখানে প্রথমবার দেখা গেছে পরীমনি সিয়াম আহমেদকে দেশের ২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি সিনেমাটি নির্মাণ করেছে চয়নিকা চৌধুরী প্রায় ৪০০ নাটক নির্মাণ করেছেন তিনি স্বপ্ন দেখেছিলেন চলচ্চিত্র বানাবেন সেই স্বপ্ন সত্যি হলো

সিনেমা নিয়ে চয়নিকা চৌধুরী  গণমাধ্যমকে বলেন, ‘মনে করেছিলাম তেমন দর্শক হবে না কিন্তু প্রথম শোটা যখন সোল্ড আউট হয়ে যায় তখনই মনে একটা ধাক্কা লাগে পরের শোটাও সোল্ড আউট হলো ছবিটা দেখে যখন বের হলাম তখন দেখলাম অনেক ভিড় মানুষ টিকিট পাচ্ছে না যার কারণে অতিরিক্ত একটা শো দিয়েছে দ্বিতীয় দিনও টিকিট পাচ্ছে না এই মহামারীর সময়ে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আমাদের সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বড় একটা সাহসের পরিচয় দিয়েছে এরকম একটা বড় বাজেটের ছবি অন্য কোনো প্রযোজক মুক্তি দিত কিনা তা নিয়ে সন্দেহ আছে সেই জায়গা থেকে দর্শক সাড়া দিয়েছে সিনেমাপ্রেমীরা ভালোবেসে হলে আসছে এটা একটা বড় পাওয়া যদি দর্শক এরকম হলে আসে তাহলে পরবর্তীতে যারা সিনেমা মুক্তি দেবে তারা সাহস পাবে

তিনি আরও বলেন, ‘যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি দর্শক এসেছে হল থেকে বের হয়ে কেঁদেছি  ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চয়নিকা বলেন, গল্প ঠিক করা আছে ইচ্ছা আছে প্রতি বছর একটা করে ছবি বানানোর

উল্লেখ্য, ২০০১ সালে প্রথম নাটক নির্মাণ শুরু করেন চয়নিকা চৌধুরী এর আগে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখেছেন তার নাটকে অভিনয় করতে দেখা গেছে সম-সাময়িক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের স্বামী অরূণ চৌধুরী দীর্ঘদিন ধরে টেলিভিশনে নাটক নির্মাণ করে আসছিলেন সেখান থেকেই নাটকে অনুপ্রেরণা আর বোন তমালিকা কর্মকার টেলিভিশন মঞ্চের অভিনেত্রী