বিনোদন ৩০ আগস্ট, ২০১৯ ০৫:৩৫

বিপাশার পরিবার নিয়ে যা বললেন স্বামী করণ সিং

বিনোদন ডেস্ক ।। 

২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু। বলিউডের বাঙালি-কন্যার সঙ্গে করণ সিং গ্রোভার যে জমিয়ে সংসার করছেন, তা বেশ স্পষ্ট তাদের রসায়ন থেকে। বিপাশা বসুকে বিয়ের পর তার বাঙালি পরিবারকে মানিয়ে নিতে অসুবিধা হয়নি?

এ প্রসঙ্গে পঞ্জাবি পরিবারের ছেলে করণ সিং গ্রোভার বলেন, বিপাশা বসুকে বিয়ের পর থেকে নানা স্বাদের খাবার খেতে পারেন তিনি। তবে বিপাশার পরিবারের সদস্যরা যখন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন, তখন সবাই একসঙ্গে বলা শুরু করেন। শুধু তাই নয়, বসু পরিবারের সদস্যরা একই সময়ে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করেন। ফলে কেউ কারও কথা শোনার সুযোগ পান না। সবাই ক্রমাগত একের পর এক প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। ওই সময় করণ চুপ করে বসে থাকেন এবং প্রত্যেকের কথা শোনার এবং বোঝার চেষ্টা করেন। তাকেও কথা বলতে বলা হয় কিন্তু তিনি বলার চেয়ে শোনাতেই বেশি অভ্যস্ত বলেও জানিয়ে দেন।

আরো পড়ুন: যে ৫ নায়িকার স্ক্যান্ডাল ফাঁস

শুধু তাই নয়, সবাই একসঙ্গে কথা বললে, কাউকে না কাউকে তো চাই শ্রোতা হিসেবে। করণ সেই ভূমিকা পালন করেন বলেও জানান 'কসৌটি জিন্দগি কি' অভিনেতা। বিপাশাকে বিয়ের পর থেকে তিনি এখন ভালই বাংলা বোঝেন। তাই কারও কথা বুঝতে তেমন কোনও অসুবিধা হয় না বলেও জানান করণ।

পাশাপাশি বিপাশা বসুকে বিয়ে করার জন্যই তিনি একটি সুন্দর পরিবারের সদস্য হতে পেরেছেন। বিপাশা পরিবারের প্রত্যেকটি মানুষই তাকে আপন করে কাছে টেনে নিয়েছেন বলেও জানান করণ সিং গ্রোভার।