ডেস্ক রিপোর্ট।।
হলিউডে পাকাপোক্ত স্থান করে নেওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নতুন করে সমালোচনার মধ্যে পড়েছেন। এবার বিতর্কের ইস্যু শাড়ি। ব্লাউজহীন শাড়ি পরায় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এই সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রিয়াঙ্কা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’-এর জুলাই সংখ্যার প্রচ্ছদে ঠাঁই পেয়েছে। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাচ্ছে নতুন স্টাইলে। ব্লাউজ ছাড়াই এক নতুন ভঙ্গিতে শাড়ি পড়েছেন তিনি। আর তার এইভাবে শাড়ি পরা নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সমালোচকদের অভিযোগ, ব্লাউজ ছাড়া শাড়ি পরে ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন তিনি।
এর আগে মেটগালা ফ্যাশন ইভেন্টে এক সাজের জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন তিনি।






















