বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো গানে কণ্ঠ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
আজ বুধবার ফেরদৌস বলেন, ‘বহু হিট গানে অভিনয় করেছি। এবার গানে কণ্ঠ দিয়ে ফেললাম। অবশ্যই ব্যতিক্রমী এবং দারুণ অভিজ্ঞতা হলো বলতে হবে। কিছুটা নার্ভাসও ছিলাম। গান গাওয়া ভাই বেশ কঠিন একটা কাজ। যারা গান করেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই আমি। একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছি। ভুল-ত্রুটিগুলো বিনোদনের অংশ হিসেবেই নেবেন সবাই, আশা করছি।’
তিনি জানান, তার সঙ্গে এই গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
‘তুমি কাছে এলে’ শিরোনামের গানটি তৈরি করা হয়েছে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জন্য।






















