বিনোদন ৮ ডিসেম্বর, ২০২০ ১২:৪৫

অমিতাভ-শাহরুখদের সঙ্গে পরীমনি

পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক

এশিয়ার একশ জনপ্রিয় ডিজিটাল তারকার তালিকায় নাম উঠেছে ঢালিউডের অন্যতম নায়িকা পরীমনির

আমেরিকান প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস পরিচালিতএশিয়ার ১০০ ডিজিটাল তারকাশীর্ষক এই জরিপে ৭০ নম্বরে জায়গা করে নিয়েছেস্বপ্নজাল’-খ্যাত এই অভিনেত্রী

আজ সোমবার ম্যাগাজিনটির অনলাইন ভার্সনে এটি প্রকাশ হয় ম্যাগাজিনের ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছে, ফেসবুকে প্রায় কোটি ফলোয়ার রয়েছে তার আসল নাম শামসুন্নাহার স্মৃতিআমার প্রেম আমার প্রিয়াসিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি পরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন

একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‌‘ব্ল্যাকপিঙ্ক’-এর এরপরে অবস্থান চাইনিজ গায়ক অভিনেতা জ্যাকসন ইয়ের তৃতীয় থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে আর চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চনের নাম দেখা যাচ্ছে

তালিকায় বলিউড তারকাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রণবীর সিং, ঋত্বিক রোশন, মাধুরীসহ বেশ কয়েকজন

তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও। এদিকে পরীমনি এখন ব্যস্ত সময় পার করছেন মুক্তিপ্রতীক্ষিতবিশ্বসুন্দরীছবিটির প্রচারণা নিয়ে ১১ ডিসেম্বর চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ২০টি প্রেক্ষাগৃহে। পাশাপাশি তিনি ব্যস্ত রয়েছেন ইতিহাসনির্ভর ছবিপ্রীতিলতা শুটিং নিয়ে সর্বশেষ তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্রে