বিনোদন ৮ ডিসেম্বর, ২০২০ ০৯:০৬

জেমস বন্ড চলচ্চিত্র দেখা যাচ্ছে বিনামূল্যে

বিনোদন ডেস্ক

করোনায় বন্ধ হয়ে আছে নতুন জেমস বন্ড চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’। এরই মধ্যে সুখবর দিয়েছে ইউটিউব। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রথম ১৯টি চলচ্চিত্র বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই ইউটিউবের ‘ফ্রি টু ওয়াচ সেকশন’ থেকে চলচ্চিত্রগুলো দেখতে পারছেন। বিনামূল্যে চলচ্চিত্র দেখানোর ব্যাপারটি প্রথমে জানিয়েছে স্ল্যাশফিল্ম এবং আইও৯।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, সদ্য প্রয়াত শন কনারির সব চলচ্চিত্র রয়েছে ইউটিউবের ‘ফ্রি টু ওয়াচ’ অংশে। এমনকি দেখা মিলবে পিয়ার্স ব্রসনানের ‘গোল্ডেনআই’ এরও। চলচ্চিত্রগুলো বিনামূল্যে দেখানোর কাজটি ইউটিউব ও মেট্রো গোল্ডেন মেয়ার যৌথভাবে করেছে।

ড্যানিয়েল ক্রেইগ অভিনীত বন্ড চলচ্চিত্রগুলো বিনামূল্যে দেখার জন্য দেওয়া হয়নি বলেও উল্লেখ করেছে এনগ্যাজেট। আগ্রহীরা অবশ্য চাইলে ক্রেইগ অভিনীত ‘ক্যাসিনো রয়েল’ এবং ‘কোয়ান্টাম অফ সোলেস’ নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারবেন। তবে, স্কাইফল বা স্পেকটার পাওযা যাবে না নেটফ্লিক্সেও।

পুরো ব্যাপারটিকে সদ্য প্রয়াত শন কনারির জন্য যথাযোগ্য শ্রদ্ধাঞ্জলী হিসেবেই অভিহিত করেছে এনগ্যাজেট।