বিনোদন ২৯ আগস্ট, ২০১৯ ০৮:৫০

ফেসবুকে যে ছবি পোস্ট করে আলোচনায় পরী মনি (ছবিসহ)

বিনোদন ডেস্ক ।। 

ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের ছবি থেকে মনের ভাব প্রায়ই তাকে প্রকাশ করতে দেখা যায় এসব মাধ্যমে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ছবি পোস্ট করে ও ক্যাপশনের জন্য আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবির সঙ্গে জুড়ে দেয়া ক্যাপশনে তিনি যা লিখেছেন তার অর্থ দাঁড়ায়, এইটা কি নেশা নাকি বিষ, এই ভালোবাসাকে আমি কী নাম দিব?

আরো পড়ুন: যে কারণে বিচ্ছেদ হচ্ছে ইলিয়ানার

পরীর এমন ক্যাপশনের পরই অনেকেই জানতে চাচ্ছেন, তাহলে কী আবারও প্রেমে পড়লেন পরীমনি? নতুন করে কার প্রেমে পড়লেন তিনি? তবে কমেন্ট বক্সে ভক্তদের কোনো প্রশ্নের উত্তর দেন না পরীমনি। এবারও এসব প্রশ্ন আমলে নেননি তিনি।

ঢালিউডের এই নায়িকা বর্তমানে একাধিক ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।