বিনোদন ৭ ডিসেম্বর, ২০২০ ১১:৫০

নব্বই দশকের নায়ক নাঈম কৃষিকাজে ব্যস্ত

বিনোদন ডেস্ক                       

নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নাঈম। চাঁদনী ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাঈমের।  একই ছবিতে তার বিপরীতে ছিলেন নায়িকা শানবাজ। সিনেমার নায়িকা শাবনাজ এখন তাঁর স্ত্রী। সে সময়ের তুমুল জনপ্রিয় জুটি তারা। সিনেমার জুটি থেকেই জীবনের জুটি হয়ে শুরু করেন সংসার। এ দম্পতি এখন দুই সন্তানের জনক।

এ নায়ক মিডিয়াতে ঠিক সরব নয় বলা চলে একেবারেই অনুপস্থিত। পৈতৃক ব্যবসা নিয়েই এখন ব্যস্ত এ অভিনেতা।

y

এবার তাকে দেখা গেলো ক্ষেতে-খামারে কৃষিকাজে। সম্প্রতি নিজের ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেন নাঈম। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে নাঈম কৃষিকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে নাঈম কৃষিকাজে প্রয়োজনে নিজেই ক্ষেতে নেমে যাচ্ছেন। নিড়ানি দিচ্ছেন। কখনওবা দাঁড়িয়ে তদারকি করছেন। আবার মাছচাষ করছেন, পোনা ছেড়ে দিচ্ছেন, আবার তাজা কই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে ধরছেন। বোঝাই যায় এমন জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। তিনি তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রে, তার স্ত্রী শাবনাজের সাথে অভিনয় করেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলোদিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’।