বিনোদন ডেস্ক
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙায় প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রকর্মীরা। আজ বেলা ১১টায় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙায় প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রকর্মীরা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের(বিএফডিসি) প্রধান ফটকের সামনে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্রকর্মীরা। মানববন্ধনে মুশফিকুর রহমান গুলজার বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনা মেনে নেওয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্থপতি, তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত।
যারা এই কাজ করেছে তাদের রাজাকার, দেশদ্রোহী আখ্যা দিয়ে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও জানান এই চলচ্চিত্র পরিচালক।
এই আয়োজনে আরও অংশ নেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ, অপূর্ব রানা, প্রযোজক কামাল কিবরিয়া লিপু, মেহেদি হাসান সিদ্দিকী মনির, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, কমল পাটেকার, গায়ক এস ডি রুবেলসহ এফডিসির সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এছাড়া, মানববন্ধনে অংশ নেওয়া সবাই ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।
উলেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ হওয়ার পথে। ৪ ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন। এরপর থেকে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।






















