বিনোদন ৫ ডিসেম্বর, ২০২০ ০৯:২৬

আসিফের 'পাড়ায়' পূর্নিমা

বিনোদন ডেস্ক 

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আলতাফের নতুন গান ‘আমার পাড়ায়’ এবার মডেল হয়েছেন ইভান সাইর ও পূর্ণিমা বৃষ্টি। গানের কথা ও সুর করেছেন আসিফ আলতাফ নিজেই। 

সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং করেছেন পরিচালক সোয়েব আহমেদ। এছাড়া জানা যায়, গানটি এরই মধ্যে মুক্তি পেয়েছে আসিফ আলতাফের ইউটিউব চ্যানেলে। 

এ প্রসঙ্গে আসিফ আলতাফ গনমাধ্যমকে জানান, “প্রণয় ও ভাঙনের গান ‘আমার পাড়ায়’। একটি গানের মধ্যে প্রেমে পড়া, তুমুল প্রেম ও বিরহের স্বাদ পাবেন দর্শক-শ্রোতা। দারুণ মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব ভাই। প্রেম, প্রণয় ও বিরহ পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ইভান সাইর ও পূর্ণিমা বৃষ্টি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি এ প্রসঙ্গে, ‘চমৎকার একটি গান। আসিফ আলতাফ ভাই যেমন দরদ দিয়ে গেয়েছেন, আমরা চেষ্টা করেছি অভিনয়ে সেই দরদ ফুটিয়ে তুলতে। এক কথায় বলব, গানটি প্রেম, পূর্ণতা ও বিরহের একটি প্যাকেজ। এমন গানে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে।’

ইভান সাইর বলেন, ‘একটি গানে মানব সম্পর্কের তিনটি দিক দারুণভাবে ফুটে উঠেছে। এই গানে কাজ করে আমরা দুজনেই আনন্দ পেয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারাও আনন্দ পাবেন।’

আসিফ আলতাফ সাধারণত মানবতার গান করেন। এবার তিনি নিজ ধারার বাইরে প্রেম-বিরহের গান গাইলেন। দর্শক গানটি পছন্দ করলে এমন আরো গান করার পরিকল্পনা আছে তাঁর।