বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। বিভিন্নভাবে আলোচনায় থেকেছেন তিনি ক্যারিয়ারের শুরু থেকেই। তবে আলোচনা, সমালোচনা যাই থাকুক না কেন অভিনেত্রী হিসেবে তিনি জয় করে নিয়েছেন দর্শক মন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয়ের পর থেকে তার যেন পেছনে ফিরে তাকাতে হয় নি। এই ছবিতে অন্য এক পরীকে আবিষ্কার করতে পেরেছেন দর্শকরা। এ ছবির পর পরীর ক্যারিয়ারের মোড়ই ঘুড়ে যায়। তারপর থেকে পরী যে গ্ল্যামারনির্ভর নায়িকা শুধু নন, সেটা আলোচনার বিষয় হয়ে ওঠে চলচ্চিত্রপাড়ায়।
এরপর থেকে বেশ হিসাব কষে কাজ করছেন পরীও। ক্যারিয়ারের শুরুতেই অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়া পরী পা ফেলছেন বেশ বুঝেশুনে। তারই ধারাবাহিকতায় চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছবিতে সিয়ামের সঙ্গে জুটিবদ্ধ হন। ছবির কাজ শেষ হয়ে গেলেও করোনার কারণে এতোদিন ছবিটি মুক্তি পায়নি। এবার এলো সুখবর। এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ১১ তারিখে। এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় দেখা মিলবে পরীর।
এ নায়িকা গণমাধ্যমকে জানান, ‘এখানেও অন্য এক পরীকে আবিষ্কার করতে পারবেন দর্শকরা। গতানুগতিক চরিত্র যেমন নয়, তেমনি গল্পটাও অনবদ্য। আমার বিশ্বাস ভালো লাগবে দর্শকদের।’ এদিকে ক’দিন আগেই পরী শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির কাজ। এখন শুটিং করছেন ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং।
এছাড়া জানা যায়,‘অ্যাডভাইজার’ নামের আরো একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ ছবিগুলোর প্রতিটিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। পরীমনি জানান, চ্যালেঞ্জ নেই এমন চরিত্র আর করতে চাই না। যে ছবিগুলোর কাজ করছি সেগুলোতে অভিনেত্রী হিসেবে মেলে ধরার সুযোগ রয়েছে। আশা করছি এ ছবির মাধ্যমে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো।






















