বিনোদন ডেস্ক
অভিনেতা তৌসিফ মাহবুবের স্ত্রী জারা মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন অভিনেতা নিজেই। সঙ্গে জানিয়েছেন অসুস্থ তিনি নিজেও।
কিন্তু গতকাল সন্ধ্যায় রাজধানীতে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে শুটিং করতে দেখা গেছে তৌসিফকে। সে বিসয়ে গণমাধ্যমকে কিছু জানাননি তিনি।
এছাড়া এ অভিনেতা গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি। ছবিটি পুরাতন, কিন্তু বউটা এইবার অনেক অসুস্থ...। #করোনা শুধু বউনা, শ্বশুর বাড়িতে সবাই......আমিও দোয়া করবেন। প্লিজ...।

এ বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, 'আমার একটা নাটকের তৌসিফের কিছু দৃশ্য বাকি ছিলো। কাল সেটা শেষ করা হয়েছে।'
শুটিংয়ে তৌসিফ পুরোপুরি সুস্থই ছিলেন। তার মধ্যে করোনার কোন উপস্বর্গ ছিলোনা বলে জানান পরিচালক।
তৌসিফ মাহবুরেব স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুরি করোনায় আক্রান্ত হওয়া ধারণা করা হচ্ছিলো তিনিও করোনায় আক্রান্ত। জানা যায় তৌসিফ মাহবুবের মধ্যে করেনার কোন উপসর্গ না থাকায় করোনা টেস্ট করাননি সে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে তৌসিফ বলেন, তৌসিফ বলেন, ‘ আমার শ্বশুর–শাশুড়ি করোনায় আক্রান্ত হন গত ২৩ নভেম্বর। স্ত্রী এবং আমি তখন শ্বশুর বাড়িতেই ছিলাম। পরে আমার স্ত্রীও আক্রান্ত হোন। আমরা এখন দুজন এখন আইসোলেশনে আছি।'






















