বিনোদন ১ ডিসেম্বর, ২০২০ ১২:৩৪

সাদা-কালো যুগের দুই গান চঞ্চল চৌধুরীর কণ্ঠে

বিনোদন ডেস্ক   

একজন ডাইনামিক অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় জয় করেছেন কোটি দর্শকের মন। গুণী এই অভিনেতার আরও একটি পরিচয় তার ভক্তদের আন্দোলিত করে। সেটি হলো ভালো গানও করেন চঞ্চল চৌধুরী।

সম্প্রতি ‘যুবতী রাধে’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসায় ভেসেছেন চঞ্চল চৌধুরী। অভিনেতা হলেও গানে বেশ সুনাম রয়েছে তাঁর। সেই ধারাবাহিকতায় ফের সাদা-কালো যুগের বাংলা সিনেমার জনপ্রিয় ‘তুমি যে আমার কবিতা’ ও ‘তন্দ্রাহারা নয়ন আমার’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা।

আজ এসব তথ্য নিশ্চিত করেছেন গানটির সংগীতায়োজক জে কে মজলিশ। তিনি জানান, ‘গান দুটি নিয়ে ম্যাশআপ হচ্ছে, যেখানে চঞ্চল দাদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে গানটি পরিবেশন করবেন তাঁরা।’      

g     

কেমন গেয়েছেন তাঁরা এমন প্রশ্নে সংগীত পরিচালক জে কে মজলিশ বলেন, ‘আপনারা হয়তো জানেন, চঞ্চল চৌধুরী গানের জন্যই ঢাকায় এসেছিলেন। তাঁকে নিয়ে আর কী বলব। সিঁথি সাহা তো এমনিতেই ভালো গায়। আমি আমার মতো চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারা বলতে পারবেন।’

এছাড়া,তুমি যে আমার কবিতা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন আর ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানে কণ্ঠ দিয়েছিলেন হাসিনা মমতাজ।