বিনোদন ডেস্ক
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানা খান জানা যায় মানবসেবায় তিনি বলিউড ত্যাগ করেন কিন্তু গত পরশু গুজরাটের এক মুফতিকে বিয়ে করে আলোচনায় উঠে আসেন আসেন তিনি। রূপোলি পর্দার দুনিয়া থেকে সানা খান বিদায় নিচ্ছেন বলে ঘোষণার পর ফের ভক্তদের চমকে দেন অভিনেত্রী নিজের বিয়ের খবর প্রকাশ করে। যেখানে এক্কেবারে বধূবেশে দেখা যায় সানাকে।
জানা যায়, গুজরাটের সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাস কে বিয়ে করেছেন তিনি। এছাড়া আল্লাহর নির্দেশ মেনেই বিয়ে করেছেন বলেও জানান তিনি। বিয়ের পর এবার নিজের 'নববধূ' সাজের ছবি প্রকাশ্যে নিয়ে আসলেন সানা খান। পাশাপাশি নিজের নামও পালটে ফেলেছেন এই অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে নিজেকে সাঈদ সানা খান বলে পরিচয় দিয়েছেন তিনি।

সানার 'নববধূ' সাজের ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। যদিও বিয়ের পর নেট জনতার একাংশের সমালোচনার মুখে পড়েন সানা।
উল্লেখ্য, অভিনেত্রী সানা অনেকটা চুপিসারেই বিয়ে সারেন। ভারতের বিখ্যাত এক পাপারাজ্জির সোশ্যাল একাউন্ট থেকে তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’জনে মিলে কেকও কাটেন। ভিডিওটিতে দেখা যায়, সাদা কুর্তা–পাজামা পরা মুফতির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। তার পড়নে ধবধবে সাদা গাউন।
এরপরই তাতে কমেন্টের বন্যা বয়ে যায়। ভক্তরা দু’জনকেই শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার তার এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন। অভিনেত্রী সান বেশ কিছু সিনেমা করেন কিন্তু বিগ বস সিনেমার মাধ্যম জনপ্রিয়তা পান তিনি।






















