বিনোদন ২৪ নভেম্বর, ২০২০ ১১:০৭

জুটি বাঁধলেন ইমরান-ফারিয়া  

 ইমরান-ফারিয়া  

ইমরান-ফারিয়া  

বিনোদন ডেস্ক

গান গেয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হয়েছে তার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। সে চমক শেষ হতে না হতে তিনি জানালেন আরেক চমক। জানা যায়, চলতি ডিসেম্বরের ১০ তারিখে আবারও আসছে তার নতুন গান। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামে। স্নেহাশীষ ঘোষের কথায় এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নুসরাতের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ইমরান গনমাধ্যমকে জানায়, ‘নুসরাত ফারিয়ার কণ্ঠে পাওয়ার আছে। এবারই প্রথম আমরা একসঙ্গে গান করলাম। এটি মূলত তৈরি করেছি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য। এর আগেও এই মঞ্চে আমি নায়িকা পূর্ণিমার সঙ্গে একটি রিমেক গান করেছি। তবে এবার ফারিয়ার সঙ্গে করছি একেবারে নতুন গান। আমার ধারণা, শ্রোতারা মুগ্ধ হবেন আমাদের আয়োজনে।’

জানা গেছে, ১০ ডিসেম্বর রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বসছে এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সেখানে ইমরান-নুসরাত ফারিয়ার পারফরম্যান্স ছাড়াও থাকছে নানা আয়োজন।
নুসরাত ফারিয়া জানান, ‘আমি মনে করি এই গানটি অনেকদিন বেঁচে থাকবে। অনেক সুন্দর কাজ হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা।’

প্রসঙ্গত, ২০১৮ সালে নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর স্মালোচনার মুখে পড়েন তিনি। এরপর চলতি বছরআমি চাই থাকতে’ দিয়েও প্রশংসা কুড়ান।