বিনোদন ২৩ নভেম্বর, ২০২০ ১১:০৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত, নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মাস খানেক আগে মুক্তি পেয়েছে মীরা নায়ার পরিচালিত সিরিজ ‘অ্যা স্যুইটেবল বয়’ এতদিন বেশ ভালোই প্রশংসা পেয়েছে এটি হঠাৎ করে শুরু হয়ে গেল বিতর্ক এই মুহূর্তে নেট জগতে চর্চার কেন্দ্রবিন্দুতে টাবু, ইশান খট্টর অভিনীত এই সিরিজ ওই সিরিজের কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতের বিজেপি নেতা গৌরব তিওয়ারি মামলা দায়ের করেছেন নেটফ্লিক্সের বিরুদ্ধে

গৌরব টুইটে লিখেছেন, ‘নেটফ্লিক্সে ‘আ সুইট্যাবল বয়’ সিরিজে তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে তার মধ্যে একটি পর্বে মন্দিরের ভেতরে একটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে

সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে সব চুম্বন দৃশ্যই কেন মন্দির প্রাঙ্গণের ভেতরে দেখানো হয়? এজন্য ক্ষুব্ধ হয়ে মধ্যপ্রদেশের রেওয়ায় তিনি এফআইআর দায়ের করেন

এক ভারতীয় গনমাধ্যমকে তিনি জানান, চুম্বন দৃশ্যের বিরোধিতা তিনি করছেন না কিন্তু মন্দিরে আরতি চলাকালীন সেই দৃশ্যগুলো শুট করা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন

নির্মাতাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলেছেন, মসজিদে আজান চলাকালীন এমন দৃশ্য শুট করতে পারতেন? এতটা শৈল্পিক স্বাধীনতা কি পাওয়া যেত? হিন্দুদের সহিষ্ণুতাকে তাদের দুর্বলতা ভাববেন না এছাড়া নির্মাতাকে ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেন

g

বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটিতে অভিনয় করেছেন টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল প্রমুখ