বিনোদন ২০ নভেম্বর, ২০২০ ০১:৫৮

পেঁয়াজের পর এবার আমদানি হচ্ছে সিনেমা!

বিনোদন ডেস্ক

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে বলিউডের সিনেমা মুক্তি পাবে, এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছেন বাংলাদেশের হল মালিকরা এই বিষয়ে একাধিক বৈঠক ও সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে

অস্তিত্ব সংকটে থাকা দেশের সিনেমা হলের মালিকরা হিন্দি সিনেমা আমদানি করে চালাতে একমত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানা যায়, দেশীয় প্রযোজকদেরও এমন সিদ্ধান্তে সমর্থন রয়েছে

মিয়া আলাউদ্দিন জানান, এই মুহূর্তে আমাদের দেশে অনেকগুলো হল বন্ধ। সিনেমা হলে দর্শক উপস্থিতি নেই বললেই চলে সারা দেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কনটেন্ট সংকট, এ কথা অস্বীকার করার উপায় নেই আমরা সারা দেশের হল মালিকরা একমত হয়েছি, আমরা ভারতের ছবি নিয়ে আসব এর আগে মামলা-মোকদ্দমা করে পুরনো হিন্দি সিনেমা নিয়ে এসেছি কিন্তু পুরনো কোনো সিনেমা আমরা আর আনতে চাই না আমরা চাই, বলিউড ও কলকাতার সিনেমা সেখানে যেদিন মুক্তি পাবে আমাদের এখানেও একই দিন মুক্তি পাবে

অনুমতি নিয়ে প্রশ্ন করলে সে প্রশ্নের জবাবে প্রদর্শক সমিতির নেতা মিয়া আলাউদ্দিন বলেন, যখন দেশ পেঁয়াজসংকটে পড়েছে, আমদানি করতে হচ্ছে দেশে সিনেমা সংকটে পড়েছে, এখন সেটা আমদানি করা যাবে না? সরকার হল বাঁচাতে অনেক সহযোগিতাপূর্ণ আচরণ করছে আগামী জানুয়ারি থেকে ঋণ দেওয়া হবে হল মালিকদের এই ঋণ আমাদের শোধ করতে হবে  

মিয়া আলাউদ্দিন আরও বলেন, প্রযোজক সমিতির সদস্যরা আমাদের সিদ্ধান্তের সঙ্গে মত দিয়েছেন কেননা বিদেশি সিনেমা তারাই আমদানি করবেন এই অনুমোদন প্রযোজকদের বাইরে অন্য কাউকে দেওয়া হবে না, দেওয়া হলে সব হযবরল হয়ে যাবে খুব শিগগিরই জানা যাবে