বিনোদন ডেস্ক
প্রথমবারের মত অনুদানের সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
ইতোমধ্যে সুনামগঞ্জের হাসাউড়া এলাকায় ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে। আগামী বছর অবধি সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শেষ হবে।
ছবিটি নিয়ে মোশাররফ করিম জানান, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি বেশ কিছুদিন আগে। শুটিং শুরু হয়েছে সম্প্রতি। বাংলাদেশের ভাটি অঞ্চলের গল্প। যেখানে ভাটি অঞ্চলের নদী, পানি, গাছ, পাখি ও আকাশের সঙ্গে মানুষের নানা সম্পর্কের গল্প বলবে। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবো জানিনা। তবে আমরা ভালো কিছুর চেষ্টা করবো।

ছবিতে ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একজন নবাগতাকে। তাঁর নাম তুরা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।
সাধনা আহমেদের রচনায় ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পরিচালক জানান, ছবিতে থাকছে একটি গান। যে গানটি মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন তনুশ্রী।
চলচ্চিত্রটি ভাটি অঞ্চলের জেলেজীবন নিয়ে নির্মিত হচ্ছে। আর গুরুত্বপূর্ণ চরিত্রে রোবেনা রেজা জুঁই থাকবেন বলে জানিয়েছেন পরিচালক ফজলুল কবীর তুহিন।





















