বিনোদন ডেস্ক
ফেমিনা মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স এর মুকুট জয়ী সুস্মিতা সেন। অভিনয়ে তার পদাচারণ থাকলেও এবার অভিনয় দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে সেন। ‘সুত্তাবাজি’ নামক একটি শর্টফিল্মে অভিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে রেনের। কিন্তু চমক হল তার মেয়ের প্রথম সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে সুস্মিতা সেন।
গতকাল মুক্তি পেয়েছে রেনের অভিনীত প্রথম শর্টফিল্ম ‘সুত্তাবাজি’র ট্রেলার। মজার বিষয় হলো এদিন ছিলো সুস্মিতা সেনের ৪৪তম জন্মদিন।
জীবনের এই বিশেষ দিনটিতে মেয়ের অভিনীত প্রথম শর্টফিল্মের ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুস্মিতা সেন। লিখেছেন, এটিই তার জন্মদিনে পাওয়া সেরা উপহার।

ট্রেলারের শুরুতে বিদ্রোহী কিশোরী দিয়া কুমারের ভূমিকায় রেনেকে অনলাইন ক্লাস নিয়ে কথা বলতে দেখা যায়। আবার কখনও বাথরুমে লুকিয়ে ধূমপান করতেও দেখা যায় তাকে।
মূলত লকডাউনে বাবা-মা ও তাদের ১৯ বছরের মেয়ের গল্পই উঠে এসেছে ‘সুত্তাবাজি’র ট্রেলারে। এতে কমল ছাবরিয়া এবং রাহুল বোহরা রেনের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন কবির খুরানা। সব ঠিক থাকলে শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে শর্টফিল্মটি। সিনেমাটির ট্রেলার দেখে নিতে পারেন ইউটিউব থেকে।






















