বিনোদন ২৬ আগস্ট, ২০১৯ ১১:৩১

পাঁচতারকা হোটেলে শাকিব ও নুসরাতের রোম্যান্স (ভিডিও)

বিনোদন ডেস্ক ।। 

‘শাহেনশাহ’ সিনেমাটি  শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে শাকিব, ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু ও ডন প্রমুখ। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

‘ও প্রিয়া’ গানের ভিডিওতে শাকিব খান ও নুসরাত ফারিয়াকে রোম্যান্সে মজতে দেখা গেছে। কখনো সমুদ্রপাড়ে, কখনো পাঁচতারকা হোটেলের করিডোরে প্রেমের জোয়ারে ভেসেছেন তারা।

আরো পড়ুন: দুর্গাপূজায় মুখোমুখি শাকিব খান ও অপু বিশ্বাস

‘ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ’- কথাটি নুসরাত ফারিয়াকে উদ্দেশ্য করে বলেছেন সুপারস্টার শাকিব খান। তবে বাস্তবে নয়, সিনেমার গানেই এমনভাবে প্রেম নিবেদন করেছেন তিনি। সদ্য প্রকাশিত ‘শাহেনশাহ’ সিনেমার রোম্যান্টিক গান ‘ও প্রিয়া’য় ফুটে উঠেছে তাদের এই মিষ্টি রসায়ন।

আরো পড়ুন: বলিউডের যেসব অভিনেত্রীকে চুম্বন দিতে রাজি হননি ইমরান হাশমি

তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘শাহেনশাহ’। মাঝে মুক্তির ঘোষণা আসলেও মুক্তি পায়নি সিনেমাটি ।

তবে আসন্ন পূজাকে ঘিরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘শাহেনশাহ’ টিম। এরই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন গান ‘ও প্রিয়া’। এটি গেয়েছেন কলকাতার অশোক সিং। গানটির লেখা, সুর ও সঙ্গীত লিংকনের।