বিনোদন ১৮ নভেম্বর, ২০২০ ০৯:০৭

নতুন আঙ্গিকে আসছে ‘টম অ্যান্ড জেরি’

বিনোদন ডেস্ক

শিশু কিংবা বড় সবার কাছেই ‘টম অ্যান্ড জেরি’র আবেদন আকাশচুম্বী। ইঁদুর-বিড়ালের কার্টুন চরিত্রটি বিশ্ব জুড়েই জনপ্রিয়। বন্ধুত্ব নয়, তাদের লড়াইটাই বেশি উপভোগ করেন দর্শকরা। এবার তাদের লড়াই দেখা যাবে বড় পর্দায়। কার্টুন আর বাস্তবের সংমিশ্রনে তৈরি করা হচ্ছে সিনেমা।

গতকাল মঙ্গলবার ওয়ার্নার ব্রাদার্স পিকচারের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন ছবির ট্রেলার। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দুই মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে টম-জেরির লড়াই।

g

ইঁদুর-বিড়ালের এই লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৪০ সালে ‘পাস গেটস দ্যা বুটস’ ছবির মধ্য দিয়ে। তখন এই ইঁদুর বিড়ালের নাম ছিলো জ্যাপসার ও জিঙ্কস। পরে তারা পরিচিতি পায় ‘টম অ্যান্ড জেরি’ নামে।

জানা গেছে সবকিছু ঠিক থাকলে, ২০২১ সালের মার্চে মুক্তি পাবে ‘টম অ্যান্ড জেরি’ ছবিটি। এটি পরিচালনা করেছেন টিম স্টোরি।